স্বদেশ রায়
দেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় শাহবাগকে কেন্দ্র করে একত্র হবার পর বাংলাদেশের সমগ্র সমাজ ও রাজনৈতিক জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটতে শুরু করেছে। দৃশ্যত মনে হতে পারে এটা বিস্ময়কর, কিন্তু বাস্তবে এটাই স্বাভাবিক। কারণ ১৯৭৫-এর পনেরো আগস্টের পর থেকে আপোসকামী এবং স্বাধীনতাবিরোধীদের দাপটে যে নষ্ট সমাজ গড়ে উঠেছে এ দেশে, শাহবাগই প্রথম তাকে চ্যালেঞ্জ করেছে। তাই স্বাভাবিকভাবেই এখন এ সমাজে অনেক কিছু ঘটবে। যার কোন কিছুতেই বিস্মিত হবার কোন কারণ নেই। বরং শুধু এখন মুক্তিযুদ্ধের চেতনার কঠিন নিক্তিতে ফেলে পরিমাপ করতে হবে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয়।

জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম ইসলাম নাম ব্যবহারকারী দুই সংগঠন এবং এর সঙ্গে এখন বিএনপি যুক্ত হয়ে যে রাজনৈতিক বীভৎসতা প্রদর্শন করেছে, তাকে কোনোভাবেই হালকা করে দেখা যায় না। গত ৫ মে মতিঝিল-পল্টন এলাকাজুড়ে যে সহিংসতা দেখলাম, তা আমাদের দেশের ইতিহাসে নজিরবিহীন। আমি যখন নজিরবিহীন কথাটা উচ্চারণ করি, তখন অবশ্যই ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের ঘটনাবলিকে বাইরে রাখি। কারণ ১৯৭১ সালের ৯ মাসে যা ঘটেছিল, এর সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।